১.
ইচ্ছেটা তার মিথ্যা নয়
রাজা ভাবলে কি হয় ?
রাজনীতি তো মন্দ নয়
নিজেকে নিজে রাজা কয় ।


২.
দেখি তারে জনম জনম
কষ্ট করে চলতে হয়
উদাম গায়ে নিত্য রয়
(ছিল) কত্তোবড়ো অসহায় ।


৩.
দেখি তারে ইয়া মোটা ,
দামী গায়ের জামাটা
দম্ভ ভরা তার হাসিটা
সামনে আসলে কয় কে ঠা ?


৪.
পোলাপানে শক্তি দেখায়
কে আসবি সামনে আয়
বে সামালে বাইক চালায়
যারে পায় মাথা ফাটায় ।


৫.
এ যদি হয় সমাজ টা
স্বস্তি পাবে কোন্ শালাটা ?
চাও যদি কেউ শান্তি টা
ওরে , গড়ে তোলো একতা ।