মানুষ মারার অস্ত্র বানাও
কোটি কোটি খরচে,
কেমন করে বানাও তুমি
কোন্ ভালোটার গরজে?


মোড়ল সেজে খাটাও শুধু
জোর জবরে প্রভাবটুকু
দুর্বলের উপর চালিয়ে রোলার
বাধ্য করো স্যালুট করতে
না খাটিয়ে বিবেকটুকু।


দুই চোখ বুঁজে চিন্তা করো
মানুষ যদি না ই বা থাকে,
ধরণীটা কাকে দিয়ে করবে আবাদ?
কার উপর করবে তুমি মোড়লপনা?


কাকে দিয়ে মানাবে তুমি
নিয়ম-নীতির আলপনা?
আঁকছো তুমি মনের খাতায় শতশত কল্পনা।


বন্ধ করো! এখনি বন্ধ করো!!
অস্ত্র দিয়ে জোর জুলুমের সাঁড়াসি,
গোলা বারুদ বন্দুকের নলে
মানুষ মেরে হও তুমি খালাসি।


রাক্ষুসে মন নিবৃত্ত করো
দয়ার দ্বারা মনটা ভরো
মমতার হাত বাড়িয়ে বলো,
হৃদয় খুলে উচ্চ রবে-মশার
ডানায় ভর করে, নয় রেষারেষি,
এসো একে অপরকে ভালোবাসি।


কল্যাণপুর, ঢাকা-১২০৭, ০৩-মার্চ-২০২২