এই পৃথিবীর মোহমায়া
ছেড়ে দাও না ।
আয়রে ছুটে প্রভুর দিকে
ছুটে আয় না ।

এই ধরণীর সম্পদরাজী
একটি মশার ডানা ।
এরই চেয়ে বেশি কিছু
তাঁরই কাছে পাওনা ।

তাঁরই দেয়া জীবন পথে
কেন চলি না ।
তাঁরই দেয়া নিয়মনীতি
কেন মানি না ।

কুরআন হলো তাঁরই বিধান
কেন শিখি না ।
রাসূলের দেয়া বাস্তব জীবন
কেন জানি না ।

এই দুনিয়া ক্ষণস্থায়ী
কেন বুঝি না ।
মরণ এসে কেড়ে নিবে
কেন তৈরী হই না ।

আয় রে ছুটে নেই রে লুটে
প্রভুর রহমখানী ।
জীবন চলার এই প্রহরে
তাঁরই হুকুম মানি ।