এই সাজানো গোছানো সংসার
সত্যিই তা গড়ার অতি মমতার
সুখ ও সুখী হবার
স্বাচ্ছন্দে চলবার ।


রংচং করা
কারুকার্য স্থাপত্য অট্টালিকা
সুনিপুণ অঙ্কিত আলপনা
মেধা শ্রম প্রতিভার ব্যবহার
শিল্পীর তুলিতে পরানো অলংকার ।


অবাক করা যতোসব আয়োজন
কত কিছু তোমার সুনন্দিত প্রয়োজন ।


জীবনের সবটুকু সময় দিয়ে
কষ্টকে মেনে নিয়ে
পসরা সাজিয়েছো
বাঁচার আশায় ।
সব যে কুহেলিকা
খেল তামাশা
মরীচিকা ।


এক দিন দেখা গেলো সবই আছে
শুধু তুমি নেই , তুমি নেই .........