মুক্ত মনে সুপ্ত প্রাণে
      নানা ভাব নানা কথা
          কর্ম হোক ভাল শুধু
               হোক জন্ম যথা তথা ।


আলো ভাল যায় কালো
       তারা করে ঝল ঝল
            ফুলে ঘ্রাণে মুগ্ধ সবি
                 দেহে আসে শক্তি বল ।


বই পড়ো বক্ষ গড়ো
      যুদ্ধ ছাড়ো শান্তি আনো
             ছাঁই যদি ক্ষুদ্র অতি
                 নাও কুড়ে তাকে জানো ।