ঘাতকেরা মাথায় করলো জোরে আঘাত
পাশেতে শুয়ে আছে মেয়ে নুশরাত
করলো কাকুতি মিনতি বাড়িয়ে দু'হাত
পাষাণের মন গলেনি তাতে তৎক্ষনাত ।


রোমহর্ষক ঘটনা খবেরর কাগজে পড়ে
চোখের কোণে অশ্রুর ফোটা ঝরে
পরকিয়ার আগুনে পুড়ে মেয়েকেও মারে
নিষ্ঠুরভাবে স্বামীকেও নির্মম হত্যা করে ।


সামাজিক অবক্ষয়ে নেই নৈতিক শিক্ষা
রন্দ্রে রন্দ্রে প্রবেশ ; মহাব্যাধী যক্ষ্মা
শক্ত হাতে এসব করতে হবে বন্ধ
ছড়াবে চৌদিকে ; কেউ পাবেনা রক্ষা ।


এরা মানুষ নাকি হিংস্রপশু তুল্য
কোথাও তাদের নেই কোন মূল্য
নর্দমার কীট উচ্ছিষ্ট পচা দুর্গন্ধ
পাশবিকতার বিষে ধ্বংস জীবন অমূল্য ।


________________________________________
# রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় বাবা মেয়েকে হত্যার ঘটনা আদালতে দেয়া জবান বন্দি পড়ে মনটা খুবই ব্যথিত হলো । কষ্ট উপশমে তখনই কবিতাটা লেখা । ভুল ত্রুটি মার্জনীয় ।