তুমি ছাড়া আমার তো , উপায় নাইরে
চেয়ে রই তোমা হতে , দয়াটা পাইরে ।


চলতে ফিরতে কত ! যে পাপ হয়রে
সে পাপ থেকে নিজেকে , ফিরাতে চাইরে ।


চাই আরো এ সমাজে , মুছে যাক পাপ
মুছে যাক নিত্য সাথী , ব্যথা দুখো তাপ ।


সুখের পেয়ালায় যে , সুখের আবেশ
ক্ষুধার্ত বুভুক্ষ মন , হবে নিঃশেষ ।


দেহ ঘড়ি চলমান , যত রবে আশ
মেধায় শ্রমে সম্মান , ছড়ায় সুবাস ।