প্রেম দিয়ে মনে মনে ভয় রেখে
সালাত আদায় করো
অজানা এক সুখের আবেশে
সরল পখটি ধরো।

দাসের কাজই হলো মনিবের
আদেশ মতো চলবে
দ্বিধাহীন চিত্তে গভীর আগ্রহে
পুংখানুপুংখু তাঁকে মানবে।

সত্য দিয়েই খুঁজতে হবে মুক্তি
বিপরীতে নয় অন্য পথ নয় যুক্তি।