মাথার উপর আকাশেতে চাঁদতারা ভাসে
জ্বল জ্বল আলোতে মিটিমিটি প্রাণেতে হাসে
গেহখানী জোছনা রাতে মৃদু মৃদু বাতাসে
ঘরের সামনে উঠোনেতে বিছানাতে বসে
নেচেকুদে খেলা করে ছেলে মেয়ে প্রাণোচ্ছাসে ।


উঠোনের এক কোণেতে কেউ কেউ শীতল
পাটি বানায় আর গুন গুন গান গায় অবিরল
হাসনাহেনার সুঘ্রাণ ভেসে আসে নির্মল
নিশ্বাসে নিশ্বাসে প্রশান্ত মনটা অবিচল
অবশেষে ভাঙতো অহিংস এ কোলাহল ।