বিবেকের কষাঘাতে জর্জরিত নিষ্পেশিত
জেগে উঠে মনোজগতে অপরাধ বোধ
শয়তানের কূমন্ত্রণা আর প্ররোচনা থেকে
শক্তভাবে করতে হবে তা প্রতিরোধ ।


নফসে আম্মারা জাগিয়ে দেয় পাশবিকতা
তারই উত্তেজনায় দমিয়ে থাকে মনাবিকতা
মানবিকতা হারায় যখন মন থেকে মনান্তরে
নিজেকে প্রকাশ করে তখন অপরাধের আঁধারে ।


বাঁচতে হলে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে
যিনি মানুষের প্রভু , ইলাহ এবং মালিক জানাই আছে
মানবিকতার উত্তরণে পাবে একটি প্রশান্তময় আত্মা
সবার জন্য ঘোষণা মহান প্রভুর এই অকাট্য বার্তা ।