১.স্মরণ

একটি দিনও যেন অতিবাহিত না হয় তোমার
আল্লাহকে স্মরণ করা ছাড়া ।
কত সুন্দর সুঠাম করে বানিয়েছেন যিনি মানুষ
প্রকৃতি চন্দ্র সূর্য তারা ।

কতরুপে রুপায়িত তোমার আমার
স্নিগ্ধ সুন্দর মুখবয়ব ।
সেই মহান প্রভুকে ভুলে থাকা যায়
কেমন করে হয় সম্ভব ?

২.জান্নাতি

সত্য পথের সংগ্রামী জনতা
অগ্রসর হও সামনে ।
আল্লাহর উপর ভরসা করো
বলাই তো আছে কু্রআনে ।

সবর আর ত্যাগের মাঝে
দুনিয়ায় পাবে শান্তি ।
প্রভু তোমার খুশি হলে
পরপারে হবে জান্নাতি ।