আজকাল বাসে কিংবা যানবাহনে চলা মুশকিল
হায়েনার দলের নখর থাবায় হারাচ্ছে ইজ্জত আবরু
নানা ভাবে নানা আয়োজনে ফুরায় তাদের পাশবিকতা
একবিংশ সভ্যতার অন্তরালে অন্তকরণে রয়েছে জাহিলি ধৃষ্টতা ।


ওরে হায়েনা থামা তোর বিষাক্ত ছোবলের কষাঘাত
চিন্তা আর বিবেক খাটা ঘরে তো তোর আছে মা ভগ্নি জাত
প্রতিভাবান জাকিয়া সুলতানা রুপা কি ক্ষতি করলো তোর
নির্মমতার পাশবিকতায় তুই ক্রমাগত নির্যাতন করলিরে চোর ।


অন্তর জ্বলে বুক ফাটে কারে শোনাবো এমন ব্যথার কথা
এমন সমাজে করি বসবাস শ্বাপদসংকুল হয়ে পড়েছে সদা
বিচারহীনতা আর শাস্তিহীনতার সুযোগে এই কি করছিস তোরা
যদি হয় আজ সঠিক বিচার তাহলে তোরা হবি সর্বমূলে কুপোকাত ।


সুশীল সমাজ যারা দেশের মাথা শোন ঐ নির্যাতিতের আর্তচিৎকার
মানবতা আজ সবখানে মার খাচ্ছে , মার খাচ্ছেরে বারংবার
আর কতকাল নীরব রবে ব্যর্থ হবে দুর্ভোগের এই ক্রান্তিকালে
রুখে দাঁড়াও হস্তটি বাড়াও সজোরে আঘাত হানো মিলিতভাবে সকলে ।