অমাবস্যার রাত
     একটি কালো পাথর
      তার উপর একটি
       কালো পিঁপড়া
         এভাবে সমাজের
          রন্দ্রে রন্দ্রে
           প্রবেশ করেছে
          শিরক এর মতো ক্ষমাহীন
        একটি মহাপাপ ।
সুতরাং যিনি সাজিয়েছেন
যতন করে এই পৃথিবী
তাঁকেই এক একক অদ্বিতীয়
বলে স্বীকার করে নাও ।
তাঁরই বিধান মেনে
নিজেকে সাজাও
দৃঢ়পদ থাকো এরই উপর
  বড় পাপ থেকে বাঁচার
  এটাই হলো প্রধান
  একটি ধাপ ।
আর যদি হয়
কোনো অপরাধ
  অত:পর ক্ষমা চাও
   তাঁরই কাছে সাথে সাথে
    তবেই দয়াময় তিনি
      করবেন তোমায় মাফ ।
       কেননা তিনিই ক্ষমাতাবান ক্ষমাশীল ।