বিশ্বাসী জীবনে বিস্তৃত মননে
খুঁজে পাবে তোমার ঠিকানা
কালিমা তাওহীদের সুউচ্চ ঘোষণায়
মন থেকে দূর হয় বেদনা ।

বিবেক দিয়ে ভাল আর মন্দ
হয়েছে বুঝার ক্ষমতা
কোন্ পথে যাবে তুমি এগিয়ে এ-
টুকুই তোমার স্বাধীনতা ।

কুফর শিরক মুনাফেকী যত বিদআত
নয়কো এসব ইবাদাত
জাগাও ঈমানের প্রদীপ্ত আলোতে
হৃদয় কাননে ইনসানিয়াত ।

জন্মাবধি মৃত্যু পর্যন্ত যাবতীয় কাজ
অবিরত বিকশিত শ্বাস-প্রশ্বাস
তাঁরই হুকুম মতো যেনো হয় ঠিকঠাক
দৃপ্ত শপথে আসুক সুষুপ্ত আত্মবিশ্বাস ।