শ্রমিক বানায় দালান কোঠা
শ্রমিক ঝরায় ঘাম ,
শ্রমিক পায় না তার শ্রমের
সঠিক ন্যায্য দাম ।


           শ্রমিকের শ্রমের দ্বারা হয়
           মোদের শহর তিলোত্তমা ,
           ঝাড়ু হাতে বেরিয়ে পড়ে ভোরের
           আগে , কুণ্ঠিত হয় না ।


মালিকেরা আরাম করে আয়েশ করে
ওদের ঘাম ঝরা টাকায় ,
গা গেরামের নিরীহ বুভুক্ষ ওরা
কোনোমতে জীবন বাঁচায় ।
          
             দালান ধসে আগুন লেগে সারা শরীর
             দলিত মথিত হয় আগুনে পুড়ে ,
             কারো কাছে পায় না কোনো মর্যাদা
             তারা ধুঁকে ধুঁকে মরে ।


ওরে মালিক ওরে শ্রমিক নিজ অধিকার
নিয়ে সচেতন হও ,
‍‍‍‍'শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার
পাওনা দিয়ে দাও' ।


নবী মুহাম্মদ ঠিক ঠিক দিয়েছেন শ্রমিকের অধিকার
শাসক সমাজ খেয়াল রাখুন , এই অধিকার প্রতিষ্ঠা করবার ।