তেলের শিশি ভাঙছি বলে
আমায় দিচ্ছ দোষ,
তোমরা সবাই বিভেদ করো
মনে  রেখে খোশ।

চাল চুরিতে ডাল চুরিতে
হতে নাম্বার ওয়ান,
সবার প্রিয়  নানটু মিয়া
হয় যে আগুয়ান।

ভোট ডাকাতি হক্ব মারিতে
আগেই চ্যাম্পিয়ন,
রাঘব বোয়াল পার পেয়ে যায়
ধর সর্বসাধারণ।

জান বাঁচাতে মান বাঁচাতে
শুনছি আর্তনাদ,
উন্নয়নের দোহাই দিয়ে গড়
হিংস্রতার প্রাসাদ।

ছিবড়ে খাচ্ছ গণ মানুষের
যত্ত  অধিকার,
চাটুকারিতায় ডুবে গেছে
সব মানবাধিকার।

দমন পীড়ন লাঠা লাঠিতে
পরিপক্ক ও দক্ষ,
টুঁটি চেপে ধরো ঘাড় মটকাও
যারা প্রতিপক্ষ।

তোমার সাথে না মিললে তো
সবার সাথে রাগ করো,
কেউ বা আবার কেমন তেমন
উঁচু নীচু ভাগ করো।

দল বাজিতে ক্ষমতায় যেতে
কোন অন্যায়টি করো নাই
তোমার বিবেক জাগিয়ে তুলে
একটু জবাব দিবে ভাই?

নিষ্ঠুর আচরণ সদর্পে বিচরণ
নয় তোমাদের দোষ?
সবই তোমরা যাও করে যাও
হিংসায় ভরা জোশ।

এভাবে যাচ্ছে বেলা কাটছে সময়
এই যে নিত্য রোজ,
আর তেলের শিশি ভাঙছি বলে
আমায় দিচ্ছ দোষ।