মধ্য দুপুরে একা বসে
মোবাইলে অলস চোখ বুলানো,
হঠাৎ একটা শব্দ শুনে পেছন ফিরে তাকানো,
খুন হতে থাকলো জীবনের প্রতিটা সময়।
একটা একটা করে নিজ হাতে
খুন করেছি আমার চাওয়া-পাওয়া, আমার সমস্থ ইচ্ছা শক্তি।
তুমি কি কখনো আমার মতোন করে আমাকে চাইতে?
অনেক বেশি আশা করে ফেলেছি তাই না?
কবিতার ভাষাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে!
তুমিইতো বলেছিলে তোমাকে নিয়ে একটা কবিতা লিখে দিতে;
বলেছিলে কবিতার প্রতিটা চরনে যেন তোমার উপস্তিতি থাকে।
কিন্তু এ কেমন উপস্তিতি ?
আমি কি করব বলো?
আমিতো শুধু লিখতে পারি।
তুমি পাশে থেকে যদি কথা না বলো
তবে আমি লিখব কি করে?
তুমি তো এখন অনেক সুখে আছো।
জানো, সবাই ট্রাক ড্রাইভারকে আটক করেছিল,
আমিই ছেড়ে দিয়েছি।
কারন তোমাকে তো আর কোনদিন ফিরে পাব না।
পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল;
আমি নাকি প্লান করে তোমাকে হত্যা করিয়েছি।
আমার বিচার হয়েছে,
আজই জেল থেকে বের হয়েছি।
তুমি দেখা করবে তো আমার সাথে?
অনেক কথা জমা হয়ে আছে যে!!