মাগো, তুমি কেমন আছো?
তোমার কথা খুব মনে পড়ে।
সারাদিন কর্মব্যস্থতার পর যখন
একলা ঘরে ফিরে আসি,
তুমি ছাড়া শুন্য ঘরে
আমার যে ভালো লাগে না।


মাগো, তোমার মুখখানি কতদিন আমি দেখিনা।
তোমাকে জিজ্ঞেসা করলে বলো ভালো আছি।
আমি তো জানি আমাকে না দেখে তুমিও ভালো নেই।


মাগো, আর কতকাল, আর কতকাল
এভাবে মা-সন্তানের মধ্যে অদৃশ্য দেয়াল বাধা হয়ে থাকবে?
যদি তোমার কাছেই না থাকতে পারি,
তোমার কোলে মাথা রেখে গুমোতে না পারি,
তোমার মুখের গল্প শুনে যদি হাসতে না পারি,
তবে এ জীবনে বেচে থেকে কী লাভ?


মাগো, তোমার হাতে মাখানো ভাত
অনেক আদরে তোমার হাতে খেতে খুব ইচ্ছে হয়।
তুমি কি জানো অামার কাজে খুশি হয়ে,
অফিসের বস আমার প্রমোশন দিয়েছে।


মাগো তুমি রাগ করো না,
আমি বসকে বলে দিয়েছি চাকরীটা আমি করছি না।
তোমাকে ছেড়ে আমি যে দুরে থাকতে পারছি না।
এবার বাড়ীতে এসে তোমার মুখে অনেক গল্প শুনব,
তোমার হাতে পেট পুরে ভাত খাব।
জানো মা, তোমার হাতে না খেলে আমার পেট ভরে না।


মাগো, এবার আমি সত্যি চলে আসছি,
তুমি দেখ এবার আসতে আর দেরি হবে না,
মাত্র কয়েকটা দিন!