ভোর হয়ে ছিল যে ভাবে হয়
সূর্য উঠে ছিল যে ভাবে ওঠে
তুমি এসেছিলে গোধুলী বেলায়
রাত নেমে ছিল বিষন্বতায়
স্মৃতি রেখে গেল শিশির ভেজায়


বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে
রাতের শেষে ভোর আসে
সূর্য ওঠে আবার হারিয়ে যায়
চাদের আলো এসে আধার সরায়
জোনাকিরা আলো জেলে পৃথিবী রাঙায়


চলে গেছ তুমি দুর অজানায়
ভোরের শিশিরের মত কাদিয়ে আমায়
আবার কি দেখা হবে
ভোরের শিশির ভেজায়
তপ্ত রোদে কোন দুপুর বেলায়
ফিরবেনা জানি তবু থাকি আশায়