আমি কবিতার কবিতা হতে চেয়েছিলাম!
আমি চাই সে তার কোমল হাতের আলতো ছোঁয়ায় আমাকে জানবে।
আমার ভেতর সে প্রবেশ করবে।
আমাকে জানার পথে তার নেই কোন বাঁধা ।
সে আমাকে মার্ক করবে তার নেইল পালিশের প্রিয় রঙে রাঙা নখের আগায়।
আমাকে ছিন্ন ভিন্ন ,ব্যবচ্ছেদ করবে।
আমাকে জানার সবটুকু চেষ্টা করবে সে।
সে যেভাবে ফুচকার প্লেটে রাখা টকের পেয়ালা থেকে টক নিয়ে অনন্তপুরে কোন অজ্ঞাত রমণীর সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে কোলে ঘুমিয়ে হাতে একমনে গড়া ফুচকার গর্তে ঢালে,নাড়ে,ফুচকার কোণায় টকরস পৌছালে তিন কখনো বা দুই আঙ্গুলে মুখযন্ত্রে পাঠায় , দুপাটি দাঁতের মৃদু চাপেই ভেঙে খান খান করে,পাচক রস তা পাচার করে অন্ননালী দিয়ে, আর জিহ্বা পায় পূর্ণ স্বাদ।
ঠিক সেভাবেই আমাকে জানবে সে, কারণ আমি যে আমাকে জানার অধিকার তাকে দিয়েছি।
আমি চাই সে আমাকে জানুক।
আমার সবটুকু স্বাদ সে নিক।