প্রিয়তমা তুমি প্রিয়তেই রবে চির জনম মোর,
যতই তুমি ভাঙো এ বুক দিয়ে সূচের ফোঁড়।
তোমার আঁখিতে রাখলে আখি খুঁজে পাই সঠিক গো্ল,
যতই রক্তে আগুন লাগুক আশেপাশে পড়ুক রোল।
প্রিয়া তোমার ঐ সরল চাহনিতে আছে যে নীল বিষ,
তাইতো আমাকে ক্ষণিকে ক্ষণিকে দিয়ে যায় শত শিস।
তোমাতে আমাতে যতই ক্ষোভের পাহাড় গড়ে উঠুক,
এক নিমিষেই পানি হয়ে যাবে যেমন শ্বাস নেয় শুশুক।
ভাবনার মাঝে বসত তোমার ভাবনাতেই তোমাকে খুঁজি,
যতই টর্নেডো কূল ভেঙে ভাসাক আমাতেই রবে তুমি।