যাও ছেড়ে
মোমিনুল হক আরাফাত
যদি যেতে চাও কভু ছেড়ে,
যাওনা তুমি দূরে সরে।
বাঁধা দেব না কভু
ডাকব না পিঁছু।
সুখের সন্ধানে তুমি,
যাও না অন্য পাড়ে।
এই আমি বিনিদ্র প্রহর গুনিব
তবু চায়ব না কভু,
তোমায় ফিরিয়ে নিতে।
হারিয়ে তোমায় করিবে
বুকটা হাহাকার।
ভেব না কভু সে বুকে,
টেন নিব অন্য কোনো।
জন্ম থেকে জ্বলছি একা,
চায়না সে জ্বলায় জ্বলিয়ে,
তুমিও হও আমার মতো।
ভালোবাসা ভালোলাগা
এসবি নয়তো আমার।
যাও না তুমি এই বুকটা খালি করে।
একা থাকার ভয় হয় না আমার,
জন্ম থেকে জ্বলছি একা,
একা থাকার ভয় হয় কিসের?
ভয়কে জয় করেছি বহু আগে,
বহু বার হেরে।
একে-একে সবাই তো গেছে ছেড়ে,
সুখ তুমিও যাও আমায় ছেড়ে।
সুখের আশায় দুঃখের সাথে
করেছিলাম মিথালি বহু বার।
তারপরে জেনেছি সুখ তুমিও
এসেছিলে আমায় কাঁদিয়ে যেতে।
যাওনা তুমি বহু দূরে।
তোমায় হারিয়ে ডাকব না পিঁছি,
কাঁদব না কভু ভুলেও ।
আমার তো দু চোখের জল,
শুকিয়ে গেল বহু আগে।
তোমার কাছে কি এমন আছে?
যা চায়ব আমি।
তাই চায়ব না কোনো কিছু।
শুধু চায়ব একটু করে জল।
যাওয়ার সময় আমায় দিয়ে যেয়,
একটু করে জল।
যে জলে ভাসবে তোমারই প্রতিছবি।
যে জল ভাবাবে আমায়,
তোমায় ক্ষণে-ক্ষণে ।
বিনিদ্র রাতে আকাশের দিকে তাকিয়ে,
খুঁজিয়ে বেড়াব তোমায়।
নীলিমা তুমি ছিলে দূর আকাশে,
কোন-সে ভুলে?
চলে এলে এতো কাছে।
তোমার তো মানায় না আমার সাথে,
তাই যাওনা আবার ফিরে,
সু-দূর আকাশে।
তোমার সঙ্গী সাথীরা এখনো আছে,
তোমারি প্রতীক্ষায়।
তুমি তো নও আমার।
কেনো ভুল করে বারে বারে,
এসেছিলে এতো কাছে।
কেনো গেছো আমায় ভাসিয়ে,
এতোটা দু-চোখেরি লোনা জ্বলে-
বলব না ভুলেও এই কথা।
এই আমি এখনো
ঠিক আগেরি মতো আছি,
বদলাই নি একটুকুও।
সময়ের সাথে মিশে গেছে স্বপ্ন,
হয়েতা তাই
আগের মতো খুঁজি না তোমায়।
না পাওয়ার ব্যথায় ব্যথিত হয়ে,
কাঁটিয়ে দিব অজস্র জনম।
তবু ভুল করে বলব না
ছেড়ে যেওনা আমায়।
তোমায় ছাড়া আমি বড় একা,
তবু ভাবব নিজেকে সুখী,
যদি তুমি খুঁজে পাও
তোমারি হারানো সুখের ঠিকানা।
যেখানে পূর্ণ হয়,
তোমার প্রতিটি আঙক্ষাকা।
৮ আশ্বিন ১৪২৫ বাংলা
২৩-৯-২০১৮ ইংরেজি