পাথর এ দু চোখে
মোমিনুল হক আরাফাত
প্রিয়তমা থমকে কি গেছ?
পাথর এ দু-চোখে জল দেখে।
হয়তো ভুলে গেছ তুমি,
পাথরেরও কান্না আছে।
জীবনের কঠিন বাস্তবতার মাঝে দাঁড়িয়ে,
আজো ভাবি তোমায়।
হাজার ব্যস্ততার ভীড়ে,
খুঁজে নিতে চায় তোমাকে।
সময়ের সাথে তাল মিলিয়ে,
আজো যাই হেঁটে দিক-দীগন্তে।
জানিনা সামনে কি আছে?
মায়াময় এ শহরে, মায়ার বড় অভাব।
ভালবাসা ভাললাগা,
নাই আর কোন মায়া।
সবি জীবন থেকে ইতি হয়ে,
স্মৃতির কোণাই পড়ে আছে।
অযত্ন অবহেলা লাঞ্চনা
যার নিত্য সঙ্গী।
বোঝেও বুঝিনা আর-
কি করে হয়েছি আজ এত পাষান।
তোমার কোন স্মৃতি আজ আমায়,
ব্যতিত করে তুলে না।
ভুলেও বলিনা চিৎকার করে,
প্রিয়া ফিরে আয়।
কঠিন বাস্তবতার মাঝে দাঁড়িয়ে,
কঠিন ব্যস্ততার মাঝে যাই ভয়ে সময়।
তখন কোন অবকাশে,
যদি তোমায় ভেবে,
জল আসে দু-চোখে।
তাহলে কি তুমি---
তাহলে কি তুমি এখনো আছো
এ হৃদয়ের প্রান্তে?
এখনো কি তোমায় ভেবে?
স্বপ্ন আমার হয় জাগরিত।
এখনো তোমায়  ভেবে হয়
আলোকিত প্রভাত আমার।
আছো তুমি হৃদয় মাঝে,
হয়তো আসনি ফিরে
আহত বুকেরি বাম পাশে।


মেরেংলোয়া
রামু, কক্সবাজার
১৪ ফাল্গুন ১৪২৬ বাংলা
২৭-২-২০২০ ইং