ঝড়বে অশ্রু
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
থেমে যাই পথ চলা, আজ আমি দিশাহারা,
এই তো নিয়তির খেলা।
নদী আর নারী দুটি যেন এক-
এ পাড় ভেঙ্গে ওপাড় গড়ে
এই তো নদীর খেলা।
নদী আর নারী দুটি যেন এক
তাই তো ভাঙ্গল স্বপন আমার।
আমার স্বপন ভেঙ্গে দিয়ে,
আলোকিত করবে অন্য হৃদয়,
এই তো নারীর খেলা।
ফুলের সুবাস চাই না আমি
যত দাও কাঁটার আঘাত
করিবনা কবু প্রতিবাদ।
প্রথম দেখাতে বেসেছি তোমায় ভালো,
তাই তো খুঁজি তোমায় নীরব রাতে।
নীরব রাতের মতো নীরবে ঘুমিয়ে পড়িল
  এ মনেরি স্বপ্ন সকল ।
সন্ধ্যার আকাশে ডুবে গেছ তুমি রবি হয়ে।
সন্ধ্যা দীপ হয়ে
আলোকিত করলেনা ভূবন আমার
অশ্রু ঝড়াতে-ঝড়াতে অশ্রু শুকিয়ে গেল,
তবু কেন আসোনাই তুমি ফিরে?
   ওগো নারী!
নদীর মতো দু-পাড় ভাঙ্গ নি তুমি,
স্বার্থ পরের মতো ভেঙ্গেছ শুধু আমার হৃদয়।
আজ বড় বেশি জানতে ইচ্ছে হয়,
স্বপ্ন আমার ভেঙ্গে আছো তুমি কত সুখে?
স্রষ্টা করে বিছরণ সৃষ্টির মাঝে।
  ওগো প্রিয়তমা!
আমায় পুড়িয়ে আলোকিত করেছ কার হৃদয়?
সময়ের সাথে বদলে যায় সবি-
শুধু বদলাই নি আমি।
আজো এ হৃদয়ে বদলাই নি তোমার স্মৃতি।
যদি ভালবাসা সত্যি হয় ,
আমার আহত এ হৃদয় ফিরে ফিরে এসে
ঝড়াবে অশ্রু তোমারি দু চোখে।
২৮শে বৈশাক ১৪২২ বাংলা
১১-৫-২০১৫ ইংরেজী
এলবাম-স্বপ্ন হারা মন-৩৯