দিবা
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
দিবা নিশিতে ভাবি তোমায়.
তুমি তো রূপালী ঝর্ণা হয়ে
ভয়ে গেলে এ মনে।
কল্পনার চোখে সাত রং রাঙ্গীয়ে
উদিত হলে তুমি রংধনু হয়ে।
কী করে বলি তোমায়-
কত যে ভালবাসি।
নাও না তুমি বুঝে-
কী যে চাই আমি।
দিবা বুঝেনা রঝনি কত অন্ধকার,
তাইতো দিবা আলোকিত করলনা
ভূবন আমার।
রূপালী ঝর্ণার মতো চোখ তাহার,
কবে যে হারিয়ে পেলেছি নিজেকে
তাহার হৃদয় প্রান্তে-
জানিনা নিজে।
শত ব্যস্ততার এ শহরে
শত যন্ত্রণা বুকে নিয়ে-
আজো দেখে যায় স্বপন তোমায় নিয়ে।
কখনো কী আসিবেনা তুমি ফিরে?
আহত এ বুকে।
যত স্বপ্ন ছিল এ বুকে
সবি আঁধারে ডেকে গেল
তোমায় হারিয়ে।
তোমায়-তোমায় ভেবে ঝড়ে অশ্রু অবিরত
আমারি দু চোখে।
শত বেদনা আজ ঢেউ খেলে এ বুকে
স্বপ্ন তখন উঁকি দিয়ে হাসে ওপাড়ে।
হয় তো কোন শ্রাবণ সন্ধ্যা হয়ে
আসিতে পার তুমি ফিরে এ বুকে।
এ মন বলে দেখা দেবে তুমি-
এক টুকরো মেঘ হয়ে।
যত যন্ত্রণা আছে এ বুকে-
সবি ধুয়ে দিবে তুমি বৃষ্টি হয়ে।
সে সে-দিনের কথা আছে কি মনে?
যে দিনে প্রণয়ের ঝড় তুলে ছিলে এ বুকে।
সকল চাওয়া পাওয়া এ বুকে ছাপা দিয়ে-
চলে গেছ তুমি দূরে বহু দূরে।
আসিবেনা তুমি ফিরে?
প্রণয়ের ঢেউ তুলে।
১৭ জৈাষ্ঠ ১৪২২ বাংলা,
১-৬-২০১৫ ইংরেজি
এলবাম- স্বপ্ন হারা মন-৪০