বস্তি
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
জন্মল সে বস্তিতে,
তবু আশা ছিল মনে.,
হবে সে বড় এক সময়,
যাবে সে স্কুলে,
হবে সে সু-শিক্ষিত,
মানবে সবাই তাহারে,
লিখা রবে নাম ইতিহাসে।
নিয়তি বলে জন্মালি তুই বস্তিতে,
থাকবি কেন সস্তিতে।
তোকে হতে হবে সন্ত্রাস
দৌঁড়াবে তোকে পুলিশে।
করবে সবাই তোকে ঘৃণা,
হবিরে তুই কূখ্যাত।
মানব জন্ম নিলে,
হতে পারতি সু-শিক্ষিত।
বস্তিতে জন্ম নিলে,
হতে হয় যে অ-শিক্ষিত।
মানব ছেলেরা স্কুলে যাবে;
তুই যাবি কর্ম স্থলে।
তাদের হাতে বই খাতা,
তোর হাতে নেশার পেয়ালা,
এইতো ছিল তোরি নিয়তির লিখন।
মনে রাখ এই কথা,
যায় নাত গুরা ভাগ্যের চাকা।
২৯-৯-২০১১