অ-প্রকাশিত প্রেম
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত


মনের স্বাদ পূর্ণ হয়েছিল তোমার,
তোমায় নিয়ে লিখে যায় কবিতা অবিরত,
তুমি তো আমার নীলিমা।
নিয়তির পরিহাসে হারিয়ে পেলেছি তোমায়।
কালের কেয়া থমকে গেল,
দ্বি প্রহরে হারিয়েছি আলো।
আজো কী জাননা তুমি?
তুমি সে আমার নীলিমা।
সন্ধ্যা না হতে ডুবে গেল রবি,
স্বপ্ন লুকাল অগোসরে,
নীলিমা  সেতো বাস করে এ মনেরি ঘরে।
কে বলে তুমি দূরে বহু দূরে?
হদয় মাঝে গেঁতে আছ তুমি,
এ হৃদয় করেছ আলোকিত।
নীরব নিস্থব্দ রাতে দেখা হয় তোমার সাথে,
তখনি বলি মনের আজান্তে কত কিছু।
তুমি কী শুননা আমার বাণী?
তুমি কী শুননা আমার আত্নকার?
কী করে বুঝবে আমার বেদন?
তুমি তো আমার অ-প্রকশিত প্রেমিকা।
প্রকাশের সুযোগ হয় নাই জীবনে,
তাই রয়ে গেলে অ-প্রকাশিত।
তুমি তো আমার কবিতা,
তোমায় ভেবে ভেবে কত রাত গেল কেটে,
তবু তুমি আসনাই ফিরে।
আশ্রুসিক্ত নয়নে-
আকাশের প্রান্তে তাকিয়ে,
খুঁজে পাই তোমায় মেঘের আঁড়ালে।
নীলিমা তুমি মিশে নাই আকাশের প্রান্তে,
নীলিমা তুমি তো মিশে আছ এ হৃদয় জুড়ে,
তুমি আমার!
তুমি আমার অ-প্রকাশিত ভালবাসা।
২৮ আষাঢ় ১৪২২ বাং=লা,
১২-৭-২০১৫ ইং