হদয়ে নীলিমা
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত


যুগ যুগান্তর পাড়ি দিব, খুঁজবনা কভু সঙ্গী নি,
অভিমানের এই শহরে প্রণয়ের বড় অভাব,
নাই স্বাদ মনে তোমারি ঘ্রাণ নেওয়ার,
যত স্বপ্ন ছিল মনে সবি গিয়েছে তলে,
কার ছলনাই পড়ে?
বড় বেশি ভুল করেছি তোমায় ভালোবেসে,
ভালোবাসা সে-তো মিশে আছে আকাশের নীলে।
সন্ধ্যা বেলায় ফিরব আমি-
এক ঝাক বকের সাথে।
শ্যামলের উপর শিশির যেমন-
করে যে চিক চিক,
তেমনি করে প্র্রণয় তোমার
মোর হৃদয়ের ক্যামবাজে।
নাইরেত আমি সুখে তোমায় হারিয়ে-
তবু চাহিনাত ফিরিয়ে আনিতে।
অবুঝের মতো চাইব কেন তাহারে?
সে তো প্রণয়ের ঢেউ তুলে আহত বুকে,
ভালোবাস যদি সত্যি হয়, ফিরবে তুমি অবশেষে-


আজো তো দেখি স্বপন তোমায় নিয়ে,
প্রতি সন্ধ্যায় দেখা দাও মোরে সন্ধ্যা দীপ হয়ে,
আমি তো
প্রতি রাতে ঝি ঝির মতো গুঞ্জন করে গেয়ে যায়-
তোমারি জয় গান।
শূন্য হৃদয় কবে যে করে দিলে পরিপূর্ণ,
তাই তো আমি এত সুখী।
যারা বলে তুমি নও আমার, তারা তো জানে না,
আছো তুমি হৃদয় মাঝে।
বিন তেরে লাগেনা জোড়া আহত বুকে।
আয় ছুটে এ হৃদয়ে।
তোকে ছাড়া লাগেনা জোড়া আহত বুকে।
কেন হয়ে ছিল এমন কেন ভাঙ্গল স্বপন?
উত্তর পাবো কার কাছে?
২১শে জৈষ্ঠ ১৪২২ বাংলা,
৪-৬-২০১৫ ইং
এলবামঃ স্বপ্ন হারা মন-৪৪