নীরবে নিভৃতে খুঁজি
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
পাওয়া না-পাওয়ার যন্ত্রণা নিয়ে
থাকব কত দিন বেঁচে?
বিধি নাও গো তুলে আমায় ওপাড়ে।
কী অপরাধ ছিল আমার?
কেন করল বুকটা শূন্য?
কার অপরাধ? জানিনা নিজে।
সবি নীরবে নিয়েছি মেনে,
নিয়তির লিখন ভেবে।
কত শত যন্ত্রণা রেখেছি বুকে চেপে
কেউ বুঝেনা কেউ বুঝবেনা-
এইতো নির্মম ধরা।
স্বপ্ন কেন কাঁদে আহত বুকেরি গভীরে?
আমি তো পারবনা তারে ফিরিয়ে আনিতে।
সেতো দূর আকাশের চন্দ্র।
আর কত ঝড়াব জল?
আর কত ভাঙ্গবে এ হৃদয়?
আর কত প্রতীক্ষায় রজনী পার হয়ে-
প্রভাত হবে?
আমিতো চাই না প্রভাত, আমি চাই তাহারে,
ডেকে যাক ভূবন আমার অন্ধকারে
আমিতো চাই শুধু তাহারে।
তারে বিনা আলোকিত হবে না হৃদয়,
তারে ছাড়া হবে নাত দহন আহত বুকে।


দেবদাস কত ভালবেসেছিল পারবর্তিকে?
আমিতো বেসেছি তার চেয়ে বেশি নীলিমাকে।
কত মদ খেয়েছিল দেবদাস?
আমিতো তার চেয়ে----
গাজার গন্ধে পুরো এলাকা হয়ে ছিল-
কই! সেতো আসেনাই তবু
হুম আর কত খেলে আসবে?
ফুল ভেবে চেয়েছিলাম শুধু একটু সুবাস,
আমি তো নিতে চাই নাই ছিড়ে হাতে।
তবু কেন দিয়ে গেল কাঁটার আঘাত?
আমি তো দেখিতে চায় নাই কবু তারে,
সেতো এসে দেখা দিয়ে জাগরিত করেছিল-
ঘুমন্ত মনকে।
আজ তো সে দূরে বহু দূরে চলে গেল
আমায় ছেড়ে।
তবু কেন বেলা অবেলায় উঁকি দে-
তারি স্মৃতি?
চলে গেছ তুমি তুমি দূরে বহু দুরে-
তবু কেন রেখে গেলে আহত বুকে-
তোমারি স্মৃতি?
শুধু এক বার এসে-
দিয়ে যাও মুছে তোমারি নাম
আহত হৃদয় হতে।
২২শে ভাদ্র ১৪২২ বাংলা
৬-৯-২০১৫ ইংরেজী
……ইতি………
page- Mominul Haque Arafat
এলবামঃ স্বপ্ন হারা মন- ৪৬
বিঃ দ্রঃ কবিতা আভেগ থকে লিখি।
বাস্তাবে প্রেম আর নেশা দুইটি থেকে বহু দূরে।