বাংলা
মোঃ মোমিনুল হক আরফাত
চাহিনাত আমি গাড়ি বাড়ি;
চাহি আজীবন ওগো বাংলা,
তোঁরি মাটি।
স্বর্গ সেতো স্বর্গ নয়,
স্বর্গ মনে হয় এই পল্লী বাংলা।
নিয়ে যা তোরা  আমারি প্রাণটা,
নিসনারে কেঁড়ে পল্লীর রূপ,
যত ইচ্ছা গড় ধনের পাহাড়,
আমার নাইরে প্রয়জন ধন।
আমি চাই সারাক্ষণ মিশিয়ে থাকিতে,
তোঁরি শ্যামলর প্রান্তে।
এঁকেছি ছবি ওগো বাংলা তোঁরি,
মোর বুকেরী গভীরে।
পল্লীর মাঝে সপেছি আমার প্রাণ,
স্বর্গের সুখ পেয়েছি আমি-
ওগো পল্লী আমার! তোঁরি সবুজের প্রান্তে
যেতে পারিবনা কভু তোকে ছেড়ে
দূর দেশে।
১৪-১১-২০১১