অপরূপ
মোঃ মোমিনুল হক আরাফাত
অপরূপ রূপ আছে গো যাহার,
সে হল আমার সোনার বাংলা।
এত রূপ ঝরছে তাহার অঙ্গে,
তাহারি রূপে আমি মুগ্ধ হইয়াছি।
তাহারে আমি প্রাণের চেয়ে বেশি,
ভালোবেসেছি তখনি।
সোনা ঝরা ফসলের মাঠে
পড়েছে সোনালী রৌদ্দ,
ধরণী তখনি করে যে চিক চিক।
রাখালের ক্লান্ত বিণের সুরে,
মনটা যে করে হরণ।
রাতের আকাশে জোনাকির প্রদীপ,
আর ঝিরি ঝিরি মৃদু হাওয়া,
পাইনাত আমি পল্লী বাংলা ছাড়া,
অন্য কোথাও।
এসব ছেড়ে কেমনে থাকি,
এই নিষ্টুর প্রবাসে।
১৫-৪-২০১১