ডাল তলোয়ার
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
যাস নারে আর পিছনের দিকে,
আয় চলে এবার সামনের দিকে,
নে আদাঁয় করিয়ে তোদের অধিকার।
হইসনারে আর পিছ-পা,
যা এগিয়ে সামনের দিকে।
হাতে নে ডাল তলোয়ার,
বুকে রাখ হিম্মত,
নেমে পড় যুদ্ধ স্থলে।
উড়িয়ে দে অত্যচারির শীর,
গড়িয়ে দে তাদের দেহ।
রক্তে রক্তে ভিজিয়ে দে রণক্ষেত।
হইসনারে আর পিছু,
এগিয়ে আয় সামনের দিকে।
উড়িয়ে দে পর্বত্য,
করে দে সমতল,
ভেঙ্গে পেল,
শোসনের দেওয়াল।
২২-১১-২০১১