আলো
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
শোনিয়া হয়তো আভাক হবে,
অসহায় মানবের কথা।
সূর্যের আলো পৌছে-ছে তাদের,
শিক্ষার আলো নয়।
ক্ষুধার জ্বালা বুঝাবে কাহারে?
সবাই তো একই তারা।
অন্ন বস্ত্র মিলেনা তাদের,
পড়ে আছে আঁধারে।
কে আছিস আয়!
দাঁড়া তাদের পাশে,
নিয়ে যা তাদের আলোতে।
এই জন হয় জয়;
যে জন দে নিজের জীবন বিলীয়ে,
অন্যের জীবন রাঙ্গীতে।
নাই মরণ তাঁর,
নাইরে খয়, হয় না বিলীন।
২৪-১২-২০১৩