চাহি
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
আমি আবার ফিরিয়ে পেতে চাহি,
সে হারানো দিন।
আমি আবার হাসিতে চাহি,
সে ছোট্ট বেলার মতো।
সে দিন আজো ভাসে
আমারি দু নয়নের কোণে।
যে দিনে ছিল না কোন দুঃখ,
বুকেরি ভিতর।
আমি আবার হাসিতে চাহি,
আমি আবার ফিরে যেতে চাহি,
বালকদের দলে।
আমি আবার বসিতে চাহি,
ডলু নদীর পাড়ে।
আমি আবার লিখিতে চাহি কবিতা,
আমি ভুলিয়ে যেতে চাহি,
বুকে জমানো হাজার দুঃখ।
আমি আবর হাসিতে চাহি,
প্রাণ খুলে।
আমি আবার দেখিতে চাহি,
জননী মায়ের মুখ।
সে খানেতে আছে লুকিয়ে,
হাজার আজানা সুখ।
২৪-২-২০১২