এসো
মোঃ মোমিনুল হক আরাফাত
সব কিছু ভুলে সব কিছু ছেড়,
আসিতে পারনা তুমি ছুটে?
কেন যাবে তুমি দূরে?
কোন দোষে দোষি বানিয়ে বানিয়ে মোরে?
নিয়তি কী কেড়ে নিয়েছে তোমায়-
আমায় শূন্য করে।
এ হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেল-
না পেয়ে তোমায় বুকেরি কাছে।
আমি তো দেখি স্বপন,
তোমারি দু চোখে
তুমি যদি যাও দূরে সরে,
কী নিয়া বাঁচিব-
একা এই নিঃশ্বস ধরাতে।
এ জীবনে যদি না পায় তোমায়-
কী নিয়া বাঁচিব আমি
শূন্য হৃদয় নিয়ে।
সব কিছু ছেড়ে সব কিছু ভুলে,
হয়তো আসি তে পার তুমি কাছে।
তাইতো বসে আছি আমি আনমনে-
তোমারি পথো চেয়ে।
আসিবে কী জানিনা এই জনমে।
বিশ্বাস রাখ বন্ধু!
এই জনমে যদিও না পাই তোমায়,
পর জনমে পাব তোমায়।
সে আশা বুকে নিয়ে,
আজো আছি পথো চেয়ে।
১৯ আষাড় ১৪২১ বাংলা
৩-৭-২০১৪