মাটির মানুষ
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
মোর ইচ্ছে করে আবার ফিরে যেতে,
ঐ সবুজ শ্যামল পল্লী মায়ের কাছে।
যে খানে আছে অজস্র সুখ আর শান্তি,
নাইরেত কোন অশান্তি।
ছায়া ডাকা গ্রাম,
যে খানে ছুটে যাই,
মোর এই প্রাণ।
রাতের আঁধারে চাদের আলোতে,
গাই জোনাকিরা গান।
হুতুম পেঁচার ডাকে ভরে যায় প্রাণ।
চাহি আমি আবার ফিরে যেতে,
পল্লী মায়ের বুকে যেখানে আছে,
অজস্র সুখ শান্তি।
সোনা দানা চাহিনা আমি,
চাহি শুধু ঐ পল্লীর মুখ।
মাটির মানুষ মাটির মন,
চাহি শুধু মিশিয়ে থাকিতে,
এই মাটিতে আজীবন।
৮-১-২০১০