মুক্ত
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
নেমেছি যখন যুদ্ধ ক্ষেতে,
ভাবিস নারে চলে যাব যুদ্ধ না করে।
পরজয় মেনে নিতে শিখিনি আমি,
জয়ী হব আমি,
নিব ছিনিয়ে স্বাধীনতার লাল সূর্য,
আমি উড়িয়ে দিব হাজার কাপুরেষের শির।
মাটিতে গড়িয়ে দিব তাদেরি দেহ,
এই ধরাতে রাখিবনা তাদেরি ছিন্ন।
আমি মুছে দিব তাদেরি জয় গান,
যদি চাইস রাখিতে ঐ দেহে প্রাণ,
তবে পালা যুদ্ধ স্থল ছেড়ে।
নাহলে দিব গড়িয়ে এই মাটিতে,
তোদেরি শির।
এই মাটি ক্ষুধার্ত এই মাটি তৃষ্ণক্ত।
এই মাটি চাই রক্ত
এই মাটি ভিজিয়ে দিব,
রক্ত বৃষ্টি দিয়ে।
ভাবিস নারে মাটি,
কাঁদিস নার মাটি
আমি তো আছি এখনো বেঁচে,
আমি মুক্ত করিব তোকে।
তুই করিস নারে মন খারাপ,
রাখ আমার উপর বিশ্বাস।