সে তো আমার বাংলা
  মোমিনুল হক আরাফাত
সে তো বাংলা আমার!
যেথা পড়ে আছে অজস্র সুখ আর শান্তি।
সে তো বাংলা আমার যেথা গেলে দূর হয়,
যত আছে দুঃখ এ বুকে।
সে তো আমার পল্লী বাংলা,
যেথা পড়ে সোনালি রৌদ্ধ ।
সে তো বাংলা আমার;
যেথা যাই ছুটে এ মন প্রাণ।
সে আমার মা!
সে আমার দেশ।
যে দেশ দিয়েছে আমায় কথা,
আজীবন রাখবে বাঁচিয়ে আমায়
তাঁহারই বুকে।
মা বলেছে আমায়
দেখিতে দিবে আজীবন তাঁহারি রূপ।
দেখিতে দিবে আমায় ,
সন্ধ্যার আকাশ হয়েছে রুক্তিম।
শুনিব আমি ঝি ঝির গুঞ্জন,
বিহঙ্গ ছুটে যায় গান গেয়ে আপন কুলায়।
নদীর দূ পাড়ে ডানা মেলে হাসতেছে,
কাশ ফুলেরা।
আরো দেখিব আমি,
তরী ভেয়ে যায় মাঝি পাল তুলে দিয়ে।
দুপুরের ক্লান্তিতে যাব ছুটে বিলের ধারে,
রাখালের বীনের সুরে
মুগ্ধ তো হয়েছি বহু আগে,
তাই আমি জীবন চায় না,
চেয়েছি শ্যামলের চোঁয়া।
রঙ্গিন হওয়ার কি আছে দরকার?
তারা কি দেখে না?
কত রং বেরংয়ের প্রজাপতি উড়ে
বাংলার প্রান্তরে।
২৭ কার্তিক ১৪২৩ বাংলা
১১ নভেম্বর ২০১৬