ফিরে পাবে
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
আলোর শেষে নামিবে আঁধার,
পৃথিবী হবে নিস্থব্দ,
ঘুমিয়ে পড়িবে সবি এইতো চিরন্তন সত্য।
তবে হইস নারে হতাস,
আবারও পাবে আলোরি দেখা,
জাগরিত হবে সবি।
আঁধারের পর দেখা দিবে রবি,
পূর্ব গগনে।
আলোকিত করিবে ধরণী,
আবারও শুনিতে পাইবে,
পাখির কল-খলানি,
মুগ্দ হইবে রাখালের
বিনের সুরে।
চোখ ভরে যাবে,
সোনা ঝরা ফসরের হাসিতে।
দুপুরের ক্লান্তিতে মনে পড়ে যাবে,
হারানো দিনের স্মৃতি।
কারো হাসিতে ভুলে যাবে,
বুকে জমানো দুঃখ।