ভিক্ষা
মোহাম্মদ মোমিনুল হক আরফাত
এক হাতে নিল তলে,
আর এক হতে জড়িয়ে ধরল,
প্রাণের টুকরো ছেলেকে।
নাই তার ঘর বাড়ি,
নাই তার রাজ প্রাসাদ,
ভিক্ষা করে চলে জীবন সংসার।
সকালে বাহির হয়,
কোলে নিয়ে সন্তান।
এ বাড়ি ওবাড়ি গুরে যোগায়,
দু মোটো খাবার।
নিজ মুখে না দিয়ে খাবার,
তুলেদে সন্তানের মুখে।
কত আদরের সন্তান;
কত কষ্টের জীবন তাদের।
স্বামী তো গেল পালিয়ে,
সন্তানের মুখ দেখার আগে।
ছোট্ট খোকা জন্ম নিয়,
দেখিল মায়ের মুখ।
বাবা সেতো কোথায় জানেনা মায়ে,
ছোট্ট খোকা কী ভাবে খোঁজবে তাকে?
ছোট্ট খোকন দেখানা স্বপন,
হবে সে ডাক্তার হবে সে ইনজিনায়ার।
দেখে স্বপন যোগাবে,
দু বেলা খাবার,
ফুটাবে একটু মৃদু হাসি,
গম্ভীর মায়ের মুখে।
২৭-২-২০১৪