ইছামতি
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
হারিয়ে পেলেছি আজ নিজেকে!
হারিয়ে গেছি আজ দুরে বহু দুরে।
হয়তো নাই আজ সে সোনালী দিন,
যে দিন কাঁটিয়েছি ঐ পল্লী মা,
ইছামতি গ্রামে।
তবু ভুলিনাই তাঁরে-ভুলিনাই তাঁরে।
আজো দেখি চোখেরি পলকে।
আজো ভাবি তাঁরে.
বসে নিরজনে।
আজো শুনি আমি ডলু নদীর-
কল-খল ধ্বনি।
আজো মনে হয় কাঁটছি সাঁতার,
ডলুর গোলা জলে।
আজো শুনি আমি পাক-পাখালির,
কল-কলানি।
আজো ভাবি আমি বসে আছি,
মাঠের কর্ণরে লাটিম গাছটির ডালে।
আজো বলি কথা বলকদের কনে কানে।
হে পল্লী মা ভুলিনাই তোঁকে,
ভুলিনাই তোঁকে,
যদিও থাকি আমি পরবাসে।
২-২-২০১৩