কিশোর জীবন
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
চারি দিকে বাহিতে লাগাল হিমেল হাওয়া,
তারি মাঝে বসে আছি আমি একা মাদুর পেথে,
আকাশের দিকে তাকিয়ে দেখি,
রংধনুর সাতরঙে ভরিয়ে দিল প্রাণ।
রাখালের বিনের সুরে মুগ্ধ হয়ে,
যায় ছুটে তারি দারে।
সোনা ঝরা ফসলের হাসি দেখে,
মনে পড়ে গেল সে হারানো দিন,
  আমার কিশোর জীবন।
কত আনন্দের ছিল সময়টা তখন,
মায়ের কথা না শোনে যেতাম
  বিলের দারে।
বালক দের সাথে ঝগড়া আর গালি দিয়ে,
পেতাম(পাওয়া) কত অনন্দ।
নাই আজ নাই কিছু,
সবি তো হয়ে গেল অতীত,
রয়ে গেল স্মৃতি এই বুকেরি পাঞ্জরে।
ফিরে আনিতে পারিবনা তারে,
ভাবিতে পারি দুপুরের ক্লান্তিতে,
আমার সোনালি কিশোর জীবন,
কত সুখের ছিল সময়টা তখন।
  ১১-১-২০১৪