ফিরে দেখ
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
নাই তার ঘর বাড়ি,
নাই তার ঠিকানা,
পথে পথে গুরে বেড়াই,
পাই নাত কোন মূল্যয়ন।
দু-বেলা দু-মোটো খাবার,
জটেনা তাদের।
পরেনা থাকেনা কাঁপড়,
চোখেতে থাকেনা ঘুম।
মশার কামড় আর-
ডাচ্ বিনের দূর গন্ধ,
তাদের লাগে ভাল?
তারাও মানুষ তোমাদেরি মতো,
তাদেরও আছে সুখ দুঃখ অনুভূতি।
ফিরে দেখো তাহাদের,
বড় লোক/সরকার।
আহারের জন্য গুরে,
ডাচ্ বিনের পাশে।
তাদের কী ইচ্ছা হয় না?
ঘুমতে রাজ প্রাসাদে।
খেতে ইচ্ছা হয় না?
পেট পুরে খবার।
তারাও মানুষ!
তাদেরও আছে সুখ দুঃখ অনুভূতি।
৩-১২-২০১১