সাক্ষী
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
যুগ যুগ ধরে দেখিয়াছি তারে,
স্থম্ভ হয়ে দাঁড়িয়ে আছে,
মাঠের কর্নারে লাটিম গাছটি।
কত বাঁধা বিপত্তি গঠিয়াছে,
তবু হল নাত ভিত;
দাঁড়িয়ে আছে বীরের মতো।
কত মান আভিমান রেখেছি স্মৃতি,
সাক্ষি তুমি আজো আছো।
হয়তো হারিয়ে হারিয়ে পেলছ যৌবন,
তাইতো লাগে সন্ন্যাসির মতো।
একটি প্রশ্ন করি তোমায়!
আসেনাই কী কভু যৌবন?
তোমারি জনমে।
যদি এসে ছিল যৌবন;
করণাই কেন সঙ্গী?
কাউকে কী দিয়ে ছিলে কথা?
সে কী রাখেনাই কথা?
তই তো হয়ে গেলে তুমি মাতাল?
সার্থক জনম তোমার সার্থক জনম।
এই ধরাই রেখে গেলে,
ভালবাসার প্রমান।
২-২-২০১৩