বাংলা
মোঃ মোমিনুল হক আরাফাত
ওগো বাংলা! তোমারি মাঝে,
হারায় বারে বারে নিজেকে।
শেষ নিশ্বাস ত্যাগিতে-
যেন গো পারি তোমারি মাঝে।
তুমি মোরে বেঁধেছ প্রতীর বন্ধনে,
তুমি মোরে রেখেছ বুকেরি গভীরে।
তুমি মোরে দিয়েছ আঁদর স্নেহ মায়া মমতা,
তাই চাহি মিশিয়ে থাকিতে তোমারী মাঝে।
যখনি দাঁড়ায় তোমারী সবুজের প্রান্তে,
তখনি ছুঁয়ে যায় মৃদু হাওয়া।
দু-নয়ন ভরে যায়
সবুজ শ্যামল ফসলের হাসিতে।
সন্ধ্যার আকাশে দেখা পায় শাদা মেঘেরা।
আরো দেখি বকের দলেরা যাচ্ছে উড়ে
তাদের নিজ নিজ নীড়ে।
তখনি ভাবি যদি যাইতে পারি..
যখনি নামে রাতের অন্ধকার,
তখনি জ্বলে জোনাকির প্রদীপ,
ঝি ঝি পোকার ডাকে ভরে যায়
দেহ মন প্রাণ।
৬ই কার্তিক ১৪১৮ বাংলা,
২১শে অক্টোবর ২০১১ খৃষ্টাব্দ