কবর থেকে বলছি
মোঃ মোমিনুল হক আরাফাত
আমি কবর থেকে কান পেতে আছি,
আমি আজো শুনিতে চাহি,
কে ভুলে নাই মোদের অবদান।
  আমি কে???
যখনি কালো অন্ধকারে চেয়ে গেল কালো কালো রাত,
তখনি
   নামিল পাকিস্তানি ঘাতকের দল,
মায়ের বুক থেকে কেঁড়ে নিতে খোকাকে,
বাঙালী জাতির কাছ থেকে কেঁড়ে নিতে স্বাধীনতা।


যখনি শুনি মেশিনঘানের আওয়াজ;
দৌঁড়েযাই জানলার পাশে।
তখনি শুনি তরুণী নারীর আত্নকার,
গ্রিহেতে আর থাকিতে পারিনাই।
ছুটে যাই রাঝ পথে;
নেমে যাই যুদ্ধ স্থলে,


হব যে আমি শহীদ!
দেব বাঙালী জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র।


চাহিনাত আর পিছে ফিরে,
শুধু যাচ্ছি সামনের দিকে।
তারি মাঝে হল যে আমার মৃত্যু
তবু করিনাই দুঃখ এক বিন্দু।
বাঙালী জাতি পেল একটি স্বাধীন রাষ্ট্র,


তবু আছি কান পেতে কবরে বসে,
আমি আজো শুনিতে চাহি,
কে ভুলে নাই মোদের অবদান,
কে বলছে?????
  তোঁদের রক্তে এল এই স্বাধীনতা।
২ পৌষ ১৪১৯ বাংলা,
১৬ ডিসেম্বর ২০১২
www.facebook.com/kobimominul