অপরূপ
মোঃ মোমিনুল হক আরাফাত
অপরূপ রৃপবর্তি আমার সোনার বাংলা,
মুগ্ধ করে রাখালের বিনের সুরে,
সোনা ঝরা ফসলের মাঠে করে খেলা,
চিকি চিক রোধ।
নতুন ধানের গন্ধে ভরে যায়,
দেহ মন প্রাণ।
জেলরা যায় তরী নিয়ে,
দূর দূরান্তে।
সন্ধ্যার আকাশে উড়ে বেড়ায়,
বকের দলেরা।
রাতের আকাশে প্রদীপ জ্বালায়,
হাজার তারা।
হাসাহেনার গন্ধে ভরে যায়,
মোর প্রাণ।
জোনাকির মেলা বসে পুকুর পাড়ে,
জ্যোৎস্না ছড়ায় বাঁশ বাগানে।
ঝি ঝি পোকার কাছে শুনি,
রাতের বিন।
৫-১২-২০১১