শ্যামলের বাংলা
মোঃ মোমিনুল হক আরফাত
ওগো বাংলা আমার!
কত ভালোবাসি তোমারে
কী দিয়া বুঝাব?
কী ভাষায় লিখিব,
ভাবিয়া পাইনা দিশকূল।
তাইতো হৃদয় ছিড়িয়া,
বুকেরি মধ্য খানে,
লিখে দিলাম নাম,
একটি বাংলা দেশ।
তুমি সোনা নয়,
তুমি সোনার চেয়েও দামী,
সোনা বলে আর কখনো,
করিবনা তোমার মান হানী।
বুকে রেখে হাত,
বলছি উচ্চ স্বরে।
তুমি সোনা নও,
তুমি শ্যমল।
তুমি রূপা নও তুমি সবুজ।
তোমারি বুকে জন্ম নিলম,
আমরা বাঙ্গালী অবুঝ।
তুমি সোনা নও,
তুমি সৃষ্টি করো সোনা,
তুমি সোনার চেয়েও দামী।
২০-১-২০১৩