জবাব দাও
মোঃ মোমিনুল হক আরফাত
দেশ তো হলো স্বাধীন একাত্তর,
আজো কেন চলে রাজনীতি?
বাংলার মাঠ প্রান্তরে।
আজো কেন হানা হনী?
আজো কেন রক্ত ঝড়ে?
বাংলার প্রান্তরে?
দেশ তো হলো স্বাধীন একাত্তরে!
ত্রিশ লক্ষ শহীদের রক্তে,
ভেলা ভাসিয়ে এসে ছিল স্বাধীনতা-
দুই লক্ষ মা/বোনের
ইজ্জত নষ্টের ফসল হয়ে।
লক্ষ শহীদ দিয়ে গেল প্রাণ হাসি মুখে,
একটি শ্যামল বাংলা গড়বে বলে।
  জবাব দাও?
আজো কেন উদিত হলো না বাংলার প্রান্তরে,
স্বাধীনতার লাল সূর্য।
আজো কেন চলে হানা হানি?
এই পবিত্র মাটিতে।
আজ তো আমরা স্বাধীন!
আজ তো নাই কোন হানাদার বাহিনী,
এই পবিত্র মাটিতে।
ত্রিশ লক্ষ শহীদ দিয়ে গেল মোদের স্বাধীনতা!
তবু কেন চলে রাজনীতি?
তবু কেন ঝড়ে রক্ত রাঝ পথে?
আমরা তো স্বাধীন।
ত্রিশ লক্ষ শহীদের স্বপন কী এই?
  জবাব দাও!
চুপ করে থেকনা।
এসো সবাই মিলে দেশ গড়ি একি সাথে,
আমরা তো স্বাধীন!
আজ ভুলে যয় মান-অভিমান,
আজ শপত নিব-
দেশ গড়ব একি সাথে।
আর চাই না রাজনীতি,
আর চাই না হানা হানি।
আমরা তো স্বাধীন!
দেশ তো হলো স্বাধীন একাত্তরে।
৭ পৌষ ১৪২১ বাংলা,
২১-১২-২০১৪