জীবনের শেষ দিন
মোমিনুল হক আরাফাত


হয়তো জীবনের শেষ দিন আজ,
আজ রাতে হব বিলীন।
ফিরব না আর কোন পিছুটানে।
মিশে স্বপন দেখব না আর।
যাব ছেড়ে তোদেরি আঙ্গিনা।
এ মৃত্যু নয়রে দুঃখের,
জীবনটা ছিল শত কষ্টের।
মৃত্যু আমায় মুক্তি দিবে,
তাদেরি শৃঙ্খল হতে।
যদি আর ফেরা না হয়,
ক্ষমা করে দিও আমায়।
হয়তো আর হাঁটা হবে না,
খালি পায়ে শিশিরে বেজা ঘাসে।
দেখব না কোন দিন রক্তিম সূর্য,
রাতের আকাশের মিটি মিটি তারা,
দেখা হবে না আর,
জ্যোৎস্নায় ভিজে করব না স্নান,
দেখব না কাউকে নিয়ে স্বপন।
পাথর এ চোখে ঝরে না আর জল,
নিঃশ্বাসও আমরা থমকে গেছে বুঝি।
হয়তো বুঝি দেহ থেকে প্রাণটা,
অনেক আগে নিয়ে ছিল বিদায়।
আমি তাও বুঝিতে পারি নাই।
কি করে বুঝব?
আমি তো পথরের মূর্ত্তি,
স্তব্ধ হয়েছি বহু আগে।
আঘাতে-আঘাতে ক্ষত বিক্ষত হয়েছিল হৃদয়,
সে হৃদয়ে এখন আর নাই কারো মায়া।
যা দেখেছিলাম স্বপন,
তা তো বহু আগে মিশছে
আকাশের নীলিমার সাথে।
কত শতজন দিয়ে ছিল প্রেরণা,
সবি যন্ত্রণা হয়ে ফিরে মাঝ রাতে।
আজ সবাইকে জানাই বিদায়,
হয়তো আর ফেরা হবে না,
হয়তো রেখে যাব স্মৃতি,
যে স্মৃতি অশ্রু ঝড়াবে তাহার দু-চোখে।
১৪ পৌষ ১৪২৩ বাংলা,
২৮ ডিসেম্বর ২০১৬